লিবিডেক্স ক্যাপসুলের কাজ কি? লিবিডেক্স ক্যাপসুল খাওয়ার নিয়ম

 


প্রতি লিবিডেক্স ক্যাপসুলে ছে অধিক ক্ষমতা সম্পন্ন মাল্টিভিটামিন ও মিনারেল যা শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ইহা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে সুসংহত রাখে। 

ইহা স্নায়ু উদ্দীপক এবং যৌবন ধরে রেখে বার্ধক্য প্রতিরোধ করে।  পুরুষের টেস্টোস্টেরণ এবং মহিলাদের ইস্ট্রোজেন হরমোন যা ২৫ বছরের পর হতে কমতে শুরু করে, লিবিডেক্স উক্ত হরমোনসমূহের বায়োসিনথেসিস এর পূর্বের স্তর DHEA ও MELATONIN নিঃসরণ বাড়িয়ে তোলে, যা অনন্ত যৌবন ধরে রাখতে সহায়তা করে এবং ত্বকের কমনীয়তা রক্ষা করে। 

লিবিডেক্স কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা, অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ হতে হরমোনের নিঃসরণ সুসংহত করে। লিবিডেক্স দেহের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ যেমন-হরমোন, মিনারেল, অ্যামাইনো এসিড, এনজাইম, ভিটামিন এবং অন্যান্য নিউরো ট্রান্সমিটারসমূহের ঘাটতি পূরণ করে। এর ফলে  শরীর সতেজ ও সজিব থাকে। 

Previous Post